লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিলেন কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে
ছবি: সংগৃহীত
উচ্চ আদালতের জামিনে কারামুক্ত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন।
এসময় তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীও সঙ্গে ছিলেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি।
আদালত আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছে বলে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী জানিয়েছেন।
লতিফ সিদ্দিকী এদিন তার আইনজীবী রেজাউল করিম হিরণের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন।
হিরণ শুনানিতে বলেন, "তার বয়স ৮৬ বছর। বিভিন্ন রোগে আক্রান্ত। আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার যে উপাদান থাকা দরকার তা রয়েছে। আবেদন মঞ্জুরের প্রার্থনা করছি।"
আরও পড়ুন: ‘বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে’
শুনানি নিয়ে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করে। এর ফলে লতিফ সিদ্দিকীকে আর সশরীরে আদালতে আসতে হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।
সকাল সাড়ে ১০ টার দিকে আদালতে আসেন লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী। শুনানি শেষে ১১টা ৪০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।
গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ।
পরদিন শাহবাগ থানায় তাদের নামেই উল্টো মামলা করা হয়, যেখানে ‘দেশকে অস্থিতিশীল এবং অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের’ অভিযোগ আনে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








