‘বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
সম্মেলনে দেশ- বিদেশের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবিতে আয়োজিত এই মহাসম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: ‘২০১৪, ১৮ ও ২৪ -এর মতো নির্বাচন হলে দুর্ভোগ নেমে আসবে’
সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ তুলে ধরতে এবং খতমে নবুওয়তের বিষয়টি আরও শক্তভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








