বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক উপস্থিতি শুরু হয়েছে। জেলা শহরের কবরস্থানে তার পরিবারিক কবর জিয়ারতের মাধ্যমে ভোটারদের সামনে দলের প্রচারণা চালু করে বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর জেলা শহরে অবস্থিত খালেদা জিয়ার বাবা-মা ও বড়বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার সূচনা হয়। এরপর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরাসরি নির্বাচনী মাঠে নামেন।
এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার পক্ষে ভোটারদের কাছে ‘ধানে-শীষে’ ভোটের জন্য সমর্থন চান এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গতকাল বৃহস্পতিবার দলীয় বৈঠকের মাধ্যমে এ প্রচারণা আজ শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
উল্লেখ্য, দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে সদর-৩ আসনটি খালেদা জিয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করছেন। এর আগে এই আসনে তার বড়বোন খুরশিদ জাহান হক পরপর দুইবার নির্বাচন করে জয়লাভ করেন।
এই প্রচারণা শুরু হওয়ার মাধ্যমে দিনাজপুরে বিএনপির নেতাকর্মীরা এবার সদর-৩ আসনে ভোটারদের কাছে সরাসরি রাজনৈতিক উপস্থিতি প্রদর্শন শুরু করেছেন, যা আসন্ন নির্বাচনে দলের শক্তি ও প্রভাব বৃদ্ধির দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








