আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে দিনাজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শুক্রবার থেকেই জেলার প্রতিটি মসজিদে বিএনপির ঘোষিত ৩১ দফা বিষয়ে লিফলেট বিতরণ করা হবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি প্রস্তুতি সভার আয়োজন করা হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সরকারি সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার প্রতিফলন। এতে সময় ও অর্থ- দুটোই সাশ্রয় হবে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
তিনি আরও বলেন, এবার তরুণ ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ—তাই তাদের কাছে পৌঁছাতে আলাদা কৌশলে কাজ করছে বিএনপি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








