News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৪ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন 

জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটি অক্ষরে অক্ষরে প্রতিপালনে বিএনপি প্রস্তুত। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যেকোনো কিছু জনগণ ও বিএনপি গ্রহণ করবে না। তবে নির্বাচনের দিন গণভোট আয়োজনকে বিএনপি স্বাগত জানিয়েছে।

তিনি আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ গঠন জরুরি। সালাহউদ্দিন অভিযোগ করেন, দেশে একটি দল ধর্মের নামে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে বন্দি রাখতে চায়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

বিএনপি নারী ও পারিবারিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চায় বলেও তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়