News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ১৩ নভেম্বর ২০২৫

নির্বাচনি আচরণবিধি ভাঙলে ছাড় দেবে না কমিশন: সিইসি

নির্বাচনি আচরণবিধি ভাঙলে ছাড় দেবে না কমিশন: সিইসি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু দলগুলো সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

সিইসি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে পুরো খেলাটি পরিচালনা করা কঠিন হয়ে যাবে। আমাদের লক্ষ্য সুষ্ঠু, সুন্দর ও ক্রেডিবল নির্বাচন দেওয়া। এই লক্ষ্য পূরণের জন্য অংশগ্রহণকারীদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

সিইসি বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রচারণামূলক পোস্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, এখনও ঢাকা শহর পোস্টারে ছেয়ে আছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। যারা পোস্টার টানিয়েছে, তাদের নিজ উদ্যোগে তা সরিয়ে নেওয়া উচিত। এটাই হবে সবচেয়ে ভদ্র ও দায়িত্বশীল আচরণ। অন্যথায় আমরা কোনো ছাড় দেবো না এবং বিধি ভঙ্গের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেব।

আরও পড়ুন: রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দিন সংলাপে ইসি

তিনি হুঁশিয়ারি দেন, যে দল আচরণবিধি মেনে চলবে না, আমরা মনে করব তাদের নিয়ত সাফ নয়। আমরা অন্ধভাবে এ ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেব।

সিইসি বলেন, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কারণে কমিশনের ওপর বিভিন্ন দিক থেকে চাপ আসছে। তাই এবার আগের তুলনায় বেশি সহযোগিতা প্রয়োজন। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের উদ্যোগে আজকের সংলাপে মোট ১২টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এটি দুটি সেশনে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিটি সেশনে ছয়টি দল।

সকাল সেশন: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিকেল সেশন: কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ এবং বিএনএম।

সেশনগুলোতে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে সিইসি প্রধানত নির্বাচনের প্রস্তুতি, আচরণবিধি, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সহায়তা বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি পুনরায় সকল দলকে সতর্ক করে বলেছেন, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় প্রতিটি দলের সহযোগিতা অপরিহার্য। যে কোনো পরিস্থিতিতে কমিশন নিরপেক্ষ রেফারি হিসেবে কাজ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়