নতুন পে-স্কেল নিয়ে কাজ এগোচ্ছে, বাস্তবায়ন করবে পরবর্তী সরকার’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বর্তমান সময়ের আলোচিত বিষয় নতুন পে-স্কেল নিয়ে আরও একবার মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, নতুন পে কমিশন গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, তবে বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের হাতে।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “নতুন পে কমিশন গঠনের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার শুধু একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।”
পরবর্তী সরকার নতুন পে-স্কেল দেবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “গত আট বছরে এ বিষয়ে কোনো উদ্যোগ হয়নি, তাই আমরা প্রক্রিয়া শুরু করেছি। অবশ্যই বাজেট এবং সামাজিক খাতগুলোকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না, এমন কারণ নেই।”
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “রোজার আগে তেল ও চিনি আমদানির উদ্যোগ নেওয়া হবে, যাতে সরবরাহ স্বাভাবিক থাকে।”
নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে তিনি জানান, “ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ক্রয়সংক্রান্ত কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে, তা পরবর্তী বৈঠকে জানানো হবে।”
আরও পড়ুন: রাজধানীর বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত
তিনি আরও বলেন, “বন্দরে আটকে থাকা পুরোনো গাড়িগুলো স্ক্র্যাপ করে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এগুলো বাইরে বিক্রি করলে পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।”
অর্থ উপদেষ্টা শেষে জানান, সংশোধিত বাজেটের আকার কমানো হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








