News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ১১ নভেম্বর ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচক উর্ধ্বমুখী

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচক উর্ধ্বমুখী

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

মঙ্গলবার  (১০ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০১৬ ও ১৯১৫ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- প্রগতি লাইফ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট অ্যালায়েন্স, রানার অটো, খান ব্রাদার্স, এনভয় টেক্সটাইল, সোনালি আঁশ ও রূপালি লাইফ।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৪ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে এবং সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করে।

আরও পড়ুন: শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ১১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৫৪ পয়েন্টে পৌঁছে। এসময় লেনদেন হয়েছে ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে ৮টি কোম্পানির দাম বেড়েছে, ৭টির কমেছে এবং ১টির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়