দেশজুড়ে চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান
ছবি: সংগৃহীত
শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিন দফা দাবি আদায়ে শিক্ষকদের এই কর্মসূচির ফলে রবিবার দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা গতকাল শাহবাগে লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা, পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে সমান মর্যাদা নিশ্চিত করা।
আন্দোলনের কারণে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: শিক্ষা উপদেষ্টা
এর আগে গত শনিবার বিকেলে কয়েক শ শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে শতাধিক শিক্ষক আহত হন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।
চারটি শিক্ষক সংগঠনের জোট 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'–এর ব্যানারে এই আন্দোলন চলছে।
ওই ঘটনার পরই গতকাল শিক্ষকেরা রবিবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








