ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট, প্রস্তুতি শতভাগ সম্পন্ন: মাছউদ
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। বিদেশ থেকে আনা ভোটের কালি দেশে পৌঁছেছে এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাছউদ বলেন, “সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে, যা নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে-ফলে ভোটের আমেজ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে।”
তিনি বলেন, “আইনশৃঙ্খলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্যও অপরিহার্য।”
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার ধারাবাহিকতা ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।”
তিনি স্বীকার করেন, সাম্প্রতিক কয়েকটি জাতীয় নির্বাচনে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য।
“ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই,” বলেন মাছউদ। “জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এবারের ভোটকে জনগণের জন্য উৎসবে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব
ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদসহ মৌলিক সব প্রস্তুতি নভেম্বরের মধ্যেই শেষ হবে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার আগেই সব কাজ সম্পন্ন করবে কমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








