News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৫, ৬ নভেম্বর ২০২৫

‘অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করতে সংবিধানে বাধা নেই’

‘অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করতে সংবিধানে বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ফটো

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেই নির্বাচন করা যায়। এতে সংবিধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, 'অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন।'

তিনি আরও বলেন, 'আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, ততক্ষণ আমি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। যদি সরকারের কোনো কাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তবে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।'

এর আগে বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

এদিন সাংবাদিকদের এক প্রশ্নে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করলে তিনি জবাব দেন, 'আমার অ্যাটর্নি জেনারেল পোস্ট ছেড়ে দিয়ে নির্বাচন করব। যখন সময় আসবে তখন পদত্যাগ করব।'

বিএনপির মনোনয়ন নিশ্চিত কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি অশাবাদী, শতভাগ।'

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-১ আসনে ব্যাপকভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনের বিএনপি–মনোনীত সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে শুধু একটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকূপা উপজেলা) আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়