News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ৪ নভেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩ নভেম্বর) দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি নির্বাচন করি, তাহলে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।”

আরও পড়ুন: ঢাকায় তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও কয়েকটি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়