News Bangladesh

লক্ষ্মীপুর সংবাদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ৪ নভেম্বর ২০২৫
আপডেট: ১৫:২৪, ৪ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

ছবি: নিউজবাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম- বিচারের কাজ শুরু করব- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় ঘোষিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে আরও অনেকের বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরবর্তী সরকার এ বিচার কার্যক্রম এগিয়ে নেবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে ঐকমত্যে পৌঁছেছে- এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। এর মধ্য দিয়ে দেশ একটি নতুন পর্বে প্রবেশ করেছে।”

আরও পড়ুন: সাগরে আবার লঘুচাপ, ২ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তিনি আরও যোগ করেন, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এসব কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম- সেটিই গড়ে উঠবে; যেখানে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে, গুম-খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।”

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়