News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ৪ নভেম্বর ২০২৫

২০তম বিডিনগ সম্মেলন সিলেটে, নিবন্ধন চলছে

২০তম বিডিনগ সম্মেলন সিলেটে, নিবন্ধন চলছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম বিডিনগ সম্মেলন এবার সিলেটে অনুষ্ঠিত হবে। ৪ দিনের বিডিনগ-২০ সম্মেলন ও কর্মশালা সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে অনুষ্ঠিত হবে। 

আগামী ১১ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর আয়োজন করা হবে সম্মেলন। সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। 

সম্মেলনে উপস্থিত থাকবেন বিডিনগের সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ। বক্তব্য রাখবেন আইএসবিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ আরও অনেকে। 

আরও পড়ুন: স্টারলিংককে অধিক সুবিধা দেওয়ার কারণ জানতে চায় আইএসপিএবি

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব বলেন, এবারের কারিগরি কর্মশালায় তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ১. নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ২. ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, ৩ অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক। আমরা আশা করছি, প্রকৌশলীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত কর্মদক্ষতাকে আরও উন্নত করবে। যার সুফল পাবে দেশের আইএসপি খাত।  

কর্মশালার অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে https://rego.bdnog.org এই ঠিকানায় লগইন করে। 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়