News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১ নভেম্বর ২০২৫

আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম 

আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১ নভেম্বর) থেকে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

বিটিআরসি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। আগে একজন নাগরিকের নামে ১৫টি সিম পর্যন্ত ব্যবহার করা যেত, কিন্তু নতুন নিয়মে তা ১০টিতে সীমাবদ্ধ হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, “১ নভেম্বর থেকে অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে: ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬–১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের, ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।

বিটিআরসি জানিয়েছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং প্রতারণা রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে বা *ডায়াল করে 16002# নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

আরও পড়ুন: এক ক্লিকে প্রেজেন্টেশন বানাবে গুগলের জেমিনাই ক্যানভাস

নতুন নিয়মে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে। এর ফলে বন্ধ হয়ে যেতে পারে একজন গ্রাহকের এনআইডি দিয়ে নিবন্ধিত অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সিমও।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়