News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ৩০ অক্টোবর ২০২৫

‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়েছি’

‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়েছি’

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযোগ অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণে পুলিশ সদস্য সিগন্যাল দিলে তারা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকার সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত মোটরসাইকেল চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং তার সঙ্গী আব্দুর রহিমকে ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দুজনেই রাজধানীর তুরাগ থানার বাউনিয়া এলাকার বাসিন্দা— সাদিকুর রহমান মো. মফিজুল্লাহর ছেলে এবং আব্দুর রহিম মফিজুর রহমানের ছেলে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, বুধবার সকালে ট্রাফিক সার্জেন্ট আলী উত্তরার বিএনএস সেন্টার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে তিনি একটি মোটরসাইকেলকে হেলমেট ছাড়া চলাচলের কারণে সিগন্যাল দেন এবং নিয়ম অনুযায়ী মামলা (প্রসিকিউশন দাখিল) করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক

এসময় মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও আরোহী আব্দুর রহিম ক্ষুব্ধ হয়ে সার্জেন্ট আলীকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তারা বলেন, ৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।

এসি মাহবুবুর রহমান আরও বলেন, ঘটনার পরপরই সার্জেন্ট আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে।

পরে তাদের ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে, আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

ঘটনাটি রাজধানীতে সাম্প্রতিক সময়ে ট্রাফিক আইন প্রয়োগে পুলিশের বিরুদ্ধে বাড়তে থাকা উচ্ছৃঙ্খল আচরণের একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাফিক বিভাগ জানায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন প্রয়োগ আরও কঠোর করা হবে, এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়