News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দায়িত্বরত গেটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুতগতিতে আসা ট্রাকটি সিগন্যাল অমান্য করে রেললাইন অতিক্রমের চেষ্টা করে। এসময় ট্রেনটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেটকিপারের গাফিলতিকেই দায়ী করছেন।

আরও পড়ুন: জামালপুরে কভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশে মালবাহী ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। ট্রেনটিতে ছিল ৩১টি বগি। সংঘর্ষে ট্রেনের একটি বগি ও ইঞ্জিন উল্টে যায়।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়