নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন– কারখানাটির শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধ শ্রমিক আল আমিন বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলাম আমরা। ওই সময় রুমের গ্যাসলাইন থেকে বিকট একটি শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আমিসহ ছয় জন দগ্ধ হয়েছি। পরে আমাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।’
মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘একটি ডাইং ও প্রিন্টিং কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। তবে আমাদের কেউ ইনফর্ম করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
নিউজবাংলাদেশ.কম/এনডি








