News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ২৬ অক্টোবর ২০২৫

‘স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে’

‘স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে’

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রবিবার (২৬ অক্টোবর) সকালে তিনি জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন। 

ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। ভোটাধিকার প্রয়োগ ও গণতন্ত্রের সুসংহতি নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

ফারুক সমালোচনা করে বলেন, বিগত ১৫-১৬ বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণের চেষ্টা করা হয়েছে। প্রকাশনা সংস্থাটিকে স্বৈরাচারী সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। কোনো বই প্রকাশ করতে হলে কলকাতা পাঠাতে হতো। সত্যিকার ঘটনাগুলো প্রকাশের সাহস প্রকাশনা পরিষদের মধ্যে ছিল না। পাঠ্যপুস্তককেও স্বৈরাচারী কায়দায় দলীকরণের চেষ্টা করা হয়েছে, যার প্রভাব আমরা গত ১৬ বছরে দেখেছি।

আরও পড়ুন: ফ্যাসিস্ট আ. লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির প্রতি ফারুক আহ্বান জানান, অতীতের মতো নিজেদের প্রকাশনা নয়, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে কথা বলুন ও লিখুন। তখন অতীতে যে ধরণের প্রতিকূলতা প্রকাশনা পরিষদের ওপর চাপানো হয়েছিল, তা আর হবে না। গণতন্ত্রের চর্চা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সত্যিকার ইতিহাস লিখতে হবে।

এই সময় প্রকাশনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের মুক্তচিন্তাকে গলা টিপে হত্যা করেছে ফ্যাসিবাদী সরকার। পাঠ্যপুস্তকে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে। কলকাতা থেকে বই এনে শিল্পকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রকাশনা সেক্টরকে পূর্ণ জাগরণে ফেরানো আমাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অবদান লেখনের মাধ্যমে তুলে ধরাই হবে সৃজনশীল প্রকাশক পরিষদের কাজ।

ফারুক ও প্রকাশক পরিষদের নেতাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি একুশে পদপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল (পারফেক্ট পাবলিকেশন্স), সহ-সভাপতি মো. মনিরুল হক (অনন্যা প্রকাশনী), মো. হেলাল উদ্দিন (হাসি প্রকাশনী), সাধারণ সম্পাদক জহির দীপ্তি (ইতি প্রকাশনী), যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ (বর্ণমালা প্রকাশনী), হা. ন. ম শরীফুল হক শাহ্জী (শাহ্জী প্রকাশনী), মো. আমিনুর রহমান (প্রান্ত প্রকাশনী), সহ-সাধারণ সম্পাদকরা মো. আলমগীর হোসেন (কালিকলম প্রকাশনী), মো. উমর ফারুক (ভাষাতরী প্রকাশনী), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি (কলি প্রকাশনী), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (তৃণলতা প্রকাশনী), সহ-দপ্তর সম্পাদক মো. মহসিন রুবেল (মেরিট ফেয়ার প্রকাশনী), অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন (বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স), সেমিনার সম্পাদক সাজেদা আলী হেলেন (নব আলো পাবলিকেশন্স), সহ-সেমিনার সম্পাদক এনাম রেজা (চমন প্রকাশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ বিন কাসেম (নূর-কাসেম পাবলিশার্স), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশোভন ইফতেখার শাওন (ধ্রুপদ সাহিত্যাঙ্গন), পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ (দি রয়েল পাবলিশার্স), সংস্কৃতি সম্পাদক মো. ফিরোজ মিয়া (নলেজ মিডিয়া) এবং নির্বাহী সদস্যরা ইকবাল হোসেন শানু (লাবনী), মো. তাজুল ইসলাম (বর্ণসাজ), ফজলুল হক মন্ডল (সূচয়নী পাবলিশার্স), মোহাম্মদ কাওসার আলম (নিউ নোভেল পাবলিশন্স), আবদুর রউফ বকুল (কথামেলা প্রকাশনী), মো. জিয়া উদ্দিন জিয়া (জুঁই জেমি প্রকাশনী)।

ফারুক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে, এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হবে, সে লক্ষ্যে সকল প্রকাশক সরকারের সঙ্গে সহযোগিতা করবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়