আবার বাবা হতে চলেছেন রাম চরণ
রামচরণ ও উপাসনা। ছবি: সংগৃহীত
বলিউড ও দক্ষিণী সিনেমার তারকাদের ঘরে নতুন অতিথির আগমন চলছে একের পর এক। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার ও ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ। দুই বছর আগে কন্যাসন্তান জন্মের পর আবারও বাবা হতে যাচ্ছেন তিনি।
দীপাবলির দিনেই এই সুখবর দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যদিও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের ঘোষণা দেননি, তবে উপাসনার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নতুন অতিথির আগমনের ইঙ্গিত স্পষ্ট।
ভিডিওতে দেখা যায়, পরিবারের সবাই একটি পূজা-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখানে শিশুর পায়ের ছাপ দেখে ভক্তরা ধারণা করছেন, শিগগিরই পরিবারে আসছে নতুন সদস্য। ভিডিওটির ক্যাপশনে উপাসনা লেখেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ, ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ, শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা।”
ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, ভক্তরা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।
আরও পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শাওনের মা
উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাম চরণ ও উপাসনা। বিয়ের দশ বছর পর, ২০২৩ সালে তারা কন্যাসন্তান ক্লিন কারা-কে স্বাগত জানান। এবার ১৩ বছর পূর্ণ হওয়ার সময়ই দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে উপাসনা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








