News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৩, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৫৪, ২১ অক্টোবর ২০২৫

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে অভিনেতার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আদালতের নির্দেশে পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে আসামিদের মধ্যে রয়েছেন— সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

এর আগে, সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত জানায়, মামলাটি হত্যা মামলা হিসেবেই চলবে।

আদালতে শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন তার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ, শরীরে মল ও বীর্য পাওয়া যায়। ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরমের অস্তিত্বও পাওয়া যায়। এসব তথ্যের সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের আত্মহত্যার বক্তব্যের গরমিলের বিষয়টি আদালতের নজরে আসে।

এই অভিযোগগুলো আমলে নিয়েই সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। পাশাপাশি রমনা থানার ওসিকে নতুন করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তখন তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা। তবে সালমান শাহর পরিবার অভিযোগ করে আসছে— এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আরও পড়ুন: ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের পর ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়