News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ২০ অক্টোবর ২০২৫

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কাওয়ালি ও সুফি সংগীত সন্ধ্যা। 'শাম-ই-নুসরাত' শিরোনামে এই আয়োজন হবে আগামী ২৫ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার - দ্য সুফি ব্যান্ড যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে। 

আয়োজকরা জানান, নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীত জীবন ও আধ্যাত্মিক সুরকে স্মরণ করতেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত, যা শ্রোতাদের এক অনন্য মরমি অভিজ্ঞতা দেবে। এছাড়াও, থাকবে সুফি ড্যান্স পারফরমেন্স।

আরও পড়ুন: যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

টিকিটের মূল্য প্রতি জন প্রতি ১ হাজার টাকা এবং পাওয়া যাবে “টিকিটো বাংলাদেশ” ওয়েবসাইট থেকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়