News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৩, ৩ ডিসেম্বর ২০২৫

জুয়ার প্রমোশনের ফাঁদের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা

জুয়ার প্রমোশনের ফাঁদের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা

ফাইল ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা নিজেই প্রকাশ করেছেন। 

সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তাকে বলা হয় এটি একটি গেমিং ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়। তিনি বারবার জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে একটি অফিসে গিয়ে চুক্তি সই করার সময় তাকে একটি ছোট্ট ভিডিও বাইট দিতে বলা হয়।

অভিনেত্রী বলেন, তিনি তখনও জানতেন না যে এটি আসলে একটি বেটিং ওয়েবসাইট। ভিডিও প্রকাশের পর দর্শক ও পরিচিতজনদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান এটি একটি বেটিং প্ল্যাটফর্ম। 

প্রভা বলেন, আমি বেটিং ওয়েবসাইটের মানে জানতাম না। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম এটা কিসের গেম। আমাকে বিভ্রান্ত করা হয়েছিল।

তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পারার পরই তিনি কাজটি স্থগিত করেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। 

আরও পড়ুন: ‘সিক্রেট’ নিয়ে নতুন লুকে ফিরছেন অপু বিশ্বাস

প্রভা অভিযোগ করেন, কোম্পানির পক্ষ থেকে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছিল। 

তবে তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবৈধ বা জুয়ার প্রমোশন তিনি করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

ভিডিও বার্তায় প্রভা বলেন, আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করবো না। কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করবো না। ইনফ্যাক্ট আমি কোনো গেমিং প্রমোশনও করবো না। এটা সম্পূর্ণ অবৈধ। আমাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। দর্শকদের মাধ্যমে আমি জানতে পেরেছি এটি জুয়ার প্রমোশন এবং সাথে সাথে কাজটি স্থগিত করেছি।

তিনি আরও উল্লেখ করেন, প্রমোশনের জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং অন্য সেলিব্রেটিদের উদাহরণও দেখানো হয়েছিল। 

তবে তিনি জানান, অর্থের বিনিময়ে অবৈধ কোনো কাজে যুক্ত হওয়া তার পক্ষে সম্ভব নয়।

স্ট্যাটাসের শেষ অংশে প্রভা সাংবাদিকদের অনুরোধ করেন তার দেওয়া তথ্য যেন সঠিকভাবে প্রচার করা হয়। 

তিনি বলেন, আমি কোনো জুয়ার প্রমোশন করিনি এবং ভবিষ্যতেও করবো না। বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরার জন্যই আমি এই ভিডিওটি প্রকাশ করেছি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়