পরিচালকের ব্যর্থতায় সিনেমা থেকে সরে আসতে হয়েছে: তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের সিনেমা ‘ভালোবাসার মরশুম’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব ও ভুল তথ্যকে মিথ্যা ঘোষণা করেছেন।
এক অফিসিয়াল বিবৃতিতে তিশা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণ সংক্রান্ত সমস্ত দায়িত্ব—যেমন ভিসা করানো, ফ্লাইটের টিকিট এবং থাকা-খাওয়ার খরচ- পরিচালক ও প্রযোজকের দায়িত্বে ছিল। কিন্তু তারা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় এবং দুই মাস অপেক্ষার পরও বিষয়টি সমাধান না হওয়ায়, প্রযোজনা সংস্থা অন্য একজন অভিনেত্রীকে তার চরিত্রে চুক্তিভুক্ত করে। ফলে বাধ্য হয়ে তিশা এই প্রজেক্ট থেকে সরে আসেন।
তিশা বলেন, “একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা। আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালকের ব্যর্থতার কারণে আমাকে সরে আসতে হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, লাইন প্রোডিউসার শরিফ কখনো এক-তৃতীয়াংশ টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, কখনো সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা করছেন। তিশা স্পষ্ট করেছেন, চুক্তিপত্রে এমন কোনো ধারা নেই যা অনুযায়ী পরিচালকের ফল্টে তার টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আদালত যদি এমন নির্দেশ দেন, তা মেনে নেবেন।
আরও পড়ুন: গ্রেট গ্র্যান্ড মাস্তিকেও ছাড়াতে পারেনি ‘মাস্তি ৪’
শেষে তিশা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যেসব ভাইয়া সত্যতা না জেনে বা ভুল তথ্য জেনে প্রচার করছেন, সবার কাছে অনুরোধ, সবটুকু জেনে সত্য প্রকাশ করুন। যাদের সত্য তুলে ধরার চেষ্টা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রইল।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








