কিছু উপদেষ্টার আচরণে সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত পাওয়া যায় না: রিজভী
ফাইল ছবি
বিএনপি প্রধান উপদেষ্টার ওপর সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আস্থা রাখলেও কিছু উপদেষ্টার আচরণে সে আস্থায় প্রশ্ন দেখা দেয়- এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, 'প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম- বিএনপি তা বিশ্বাস করে। কিন্তু কিছু উপদেষ্টার আচরণ সেই বিশ্বাসকে দুর্বল করছে।'
নন-এমপিও শিক্ষকদের দাবিকে 'শতভাগ ন্যায্য' উল্লেখ করে বিএনপি এই আন্দোলনের পাশে রয়েছে বলেও জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'এই সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকদের নাগরিক হিসেবেও গণ্য করা হয় না।'
আরও পড়ুন: খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিকেল বোর্ড
প্রসঙ্গত, গত ২৩ দিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজধানীতে অবস্থান কর্মসূচি ও অনশন চালিয়ে যাচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








