News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২২ নভেম্বর ২০২৫

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তার এ সফর উপলক্ষে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২২ নভেম্বর) সকালে শেরিং তোবগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের নানা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অমর

ঢাকা সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে আগামী সোমবার সকালে শেরিং তোবগে ঢাকা ত্যাগ করে থিম্পুর উদ্দেশে রওনা হবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়