ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
রাজধানীতে ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীনদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের আসেন তিনি।
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী, নরসিংদীতে নিহত শিশুর পরিবারসহ অন্যান্য ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: ভূমিকম্পে দেশের ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
ঢামেকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৯ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। দুইজন ভর্তি রয়েছেন এবং একজন শিশুর মৃত্যু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








