ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী রাফির মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। রাফিউল ইসলাম নামে ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে বাজারে গিয়ে নিহত হন রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে। তখন রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে ছিলেন। রেলিংয়ের ইট মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে রাফিউলসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। কেন্দ্রস্থল নরসিংদী। ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








