News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ অক্টোবর ২০২৫

ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে।

দুপুরে প্রায় ৫০ থেকে ৬০ জন আইডিয়াল কলেজের শিক্ষার্থী ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিলে শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।

ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। তারা কিছু ইটপাটকেল ছোড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

আরও পড়ুন: ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়