ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত
রাজধানীর নিলক্ষেত এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে তিনটা পর্যন্ত টানা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলে শাহনেওয়াজ হলসংলগ্ন এলাকায়। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহনেওয়াজ হলের সামনে দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা দোকান বসাতে গেলে ঢাবি শিক্ষার্থীরা বাধা দিলে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে এবং পুলিশের আচরণের প্রতিও অসন্তোষ প্রকাশ করে।
আরও পড়ুন: সোমবার থেকে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সংঘর্ষে এক বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি