হাইকোর্টে জামিন পেলেন ঢাবি অধ্যাপক কার্জন
ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিম সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী আলী আহমেদ খোকন জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন হাফিজুর রহমান ও লতিফ সিদ্দিকী। আলোচনার আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
আলোচনার পর একটি মিছিল ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেয় এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ এসে ১৬ জনকে আটক করে।
আরও পড়ুন: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
আটকের ১২ ঘণ্টা পর তাদের বিরুদ্ধে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। পরদিন (২৯ আগস্ট) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








