ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
ছবি: সংগৃহীত
রাজধানীতে শুক্রবারের ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে ফাটলের চিহ্ন দেখা গেছে। কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট- এসব স্টেশনের বিভিন্ন স্থাপনায় নতুন ক্ষতির দাগ পাওয়া গেছে।
সরেজমিনে যা দেখা গেছে, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল। বিজয় সরণিতে সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরা পড়েছে।
পল্লবী স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের পাশাপাশি স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরের দেয়ালে ফাটল।
মিরপুর-১১ স্টেশন: সাব-স্টেশনের ফ্লোরে ফাটল।
মিরপুর-১০ স্টেশন: ভেতরের বেশ কয়েকটি টাইলসে নতুন ফাটল দেখা গেছে।
ফার্মগেট স্টেশন: যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল লক্ষ্য করা গেছে।
পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে ফাটল দেখানো হলে দায়িত্বপ্রাপ্ত স্টেশন কন্ট্রোলার প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, “আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও হতে পারে। আমি নিশ্চিত নই।”
কারওয়ান বাজার স্টেশনে রাত ৮টার দিকে সাব-স্টেশন কক্ষ বন্ধ পাওয়া যায়। সেখানে কর্মরত একজন জানালেন, “ফাটল আছে, অনেকে ভয় পাচ্ছে।”
মিরপুর-১০, মিরপুর-১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের আরও কয়েকজন কর্মীও ফাটলের ঘটনা নিশ্চিত করেছেন।
ফাটল সংক্রান্ত মন্তব্য জানতে চাইলে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন ধরেননি।
আরও পড়ুন: ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ফাটল দেখা গেছে, তবে সেগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।”
মেট্রোরেল চালানো নিরাপদ কি না- এমন প্রশ্নে তিনি জানান, “একাধিক ট্রায়াল রান করে ঝুঁকি পাওয়া যায়নি বলেই ট্রেন চলাচল শুরু হয়েছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








