News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ১৮ নভেম্বর ২০২৫

দারুস সালামে পরিত্যক্ত ৬ ককটেল উদ্ধার

দারুস সালামে পরিত্যক্ত ৬ ককটেল উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি নম্বর বাসার সিঁড়ির নিচ থেকে ককটেলগুলো পাওয়া যায়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বর্ধন বাড়ি এলাকায় সুমন মৃধা নামে একজনের বাড়ির সিঁড়ির নিচে কার্টনে মোড়ানো ছয়টি ককটেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে—এমন সংবাদ পাওয়া যায়। পরে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন: মিরপুর–১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

এসআই মোস্তফা আরও জানান, পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলোকে একটি ফাঁকা মাঠে নিয়ে নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। 

তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ এই ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে এবং এলাকাবাসীকে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়