News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ নভেম্বর ২০২৫

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা গ্রেফতার

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা গ্রেফতার

লাভলু মোল্লাহ। ছবি : সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও থেকে নেওয়া

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লাভলু মোল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
 
ওসি খালিদ মনসুর বলেন, ‘কিছুদিন আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। লাভলু মোল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থ জোগানের প্রমাণ পাওয়া গেছে। তাই সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।’

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ বছরের জুন মাসে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ৭/৮/৯ (১/৯) (২/১১/১০/১২) ধারায় একটি মামলা করেছিল। সেই মামলায় লাভলু মোল্লাকে গ্রেপ্তারে দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ‘অত্যন্ত ক্ষীণ’: আইসিজি

পুলিশের ভাষ্যমতে, সোমবার শেখ হাসিনার রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল–‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’। এই পোস্টের পর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান।

পুলিশের এই কর্মকর্তা জানান, লাভলু মোল্লাহর ওই পোস্ট নিয়ে সেখানে ‘উত্তেজনা’ সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসে। যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়