News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ১৮ নভেম্বর ২০২৫

রিলস কাস্টমাইজেশন ফিচার আনল ইনস্টাগ্রাম

রিলস কাস্টমাইজেশন ফিচার আনল ইনস্টাগ্রাম

ফাইল ছবি

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ ও অপছন্দ অনুযায়ী রিলস কনটেন্ট সাজাতে পারবেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, “আমরা ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন করতে পারবেন। আগ্রহের বিষয়গুলো যোগ করা যাবে, আর পছন্দ না হওয়া বিষয়গুলো সরানো যাবে।”

আরও পড়ুন: অবৈধ মোবাইল বন্ধের আগে ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসি

ফিচার চালু হলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের সুপারিশকৃত কনটেন্টের ওপর নির্ভর না করে নিজস্বভাবে রিলস ফিড কাস্টমাইজ করতে পারবেন। এতে কনটেন্ট সাজানো আরও স্বচ্ছ, নির্ভুল এবং ব্যবহারবান্ধব হবে। প্রাথমিকভাবে এটি রিলস বিভাগে চালু হবে এবং নির্বাচিত কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়