মার্কেটপ্লেসে এআই টুল যোগ করলো ফেসবুক
ছবি: সংগৃহীত
ফেসবুক মার্কেটপ্লেসে নতুন এআই-চালিত টুল চালু করেছে মেটা। এই টুলগুলো বিক্রেতাদের লিস্টিং তৈরি করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ছবি আপলোড করলেই এআই স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা তৈরি করবে। দামের পরামর্শও দেবে। এটি বিক্রয় প্রক্রিয়াকে দ্রুত করবে। মার্কেটপ্লেসে প্রতিদিন লাখ লাখ লিস্টিং হয়। এই ফিচার সবাইকে সেই সুবিধা দেবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এআই টুলটি ছবি থেকে আইটেম বের করে বর্ণনা লিখবে। উদাহরণস্বরূপ, একটি চেয়ারের ছবিতে এআই বলবে, “এটি একটি আরামদায়ক কাঠের চেয়ার, আধুনিক ডিজাইনের।” আর দাম নির্ধারণে অনুরূপ অন্যান্য বিক্রয়ের তথ্য ব্যবহার হবে।
মেটার প্রোডাক্ট ম্যানেজার জেনি চেন বলেছেন, “এই টুল বিক্রেতাদের সময় বাঁচাবে।” ফিচারটি আপাতত নির্বাচিত ব্যবহারকারীদের মধ্যে চালু হয়েছে। বিশ্বব্যাপী শিগগিরই শুরু হবে।
ইন্টারনেট স্বাধীনতায় ভারত-শ্রীলংকার কাছাকাছি বাংলাদেশ
এই উদ্যোগ ফেসবুক মার্কেটপ্লেসকে আরও প্রতিযোগিতামূলক করবে ও বিক্রয় বাড়বে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। ব্যবহারকারীরা সহজে কেনাবেচা করতে পারবেন। মেটা এআইকে সোশ্যাল কমার্সে একীভূত করছে। এটি ভবিষ্যতের ডিজিটাল মার্কেটিংয়ের দিকনির্দেশনা দেখাবে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








