News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০২, ১২ নভেম্বর ২০২৫

জিপিটি-৫.১ আনছে ওপেনএআই, থাকছে তিনটি সংস্করণ

জিপিটি-৫.১ আনছে ওপেনএআই, থাকছে তিনটি সংস্করণ

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ চালুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে পরবর্তী প্রজন্মের মডেল জিপিটি-৫.১।

এই সিরিজে থাকবে তিনটি সংস্করণ-জিপিটি-৫.১ বেস, জিপিটি-৫.১ রিজনিং এবং জিপিটি-৫.১ প্রো। এর মধ্যে প্রো সংস্করণটি মাসে ২০০ ডলার ফির বিনিময়ে ব্যবহার করা যাবে।

সূত্র জানিয়েছে, নতুন মডেলটি ইতোমধ্যে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে সংযুক্ত করার কাজ চলছে। খুব শিগগিরই ওপেনএআই জিপিটি-৫.১ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। প্রতিষ্ঠানটি সাধারণত তিন থেকে চার মাস পরপর নতুন সংস্করণ উন্মুক্ত করে। সর্বশেষ জিপিটি-৫ প্রকাশিত হয়েছিল গত ৭ আগস্ট।

জানা গেছে, জিপিটি-৫.১-এ বড় কোনো কাঠামোগত পরিবর্তন না এলেও মডেলের গতি, কার্যকারিতা ও স্বাস্থ্যসংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি থাকবে।

সম্প্রতি ওপেনএআই তাদের কোডিং সহায়ক মডেল ‘জিপিটি-৫ কোডেক্স মিনি’ প্রকাশ করেছে। এটি তুলনামূলক কম খরচে ব্যবহারযোগ্য হলেও কার্যকারিতায় প্রায় কোডেক্স হাই-এর সমমানের। নতুন সংস্করণে ব্যবহারকারীরা পাবেন ৫০ শতাংশ বেশি রেট লিমিট সুবিধা।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫ কোডেক্স মিনি মূলত সহজ বা স্বল্প জটিলতার কাজের জন্য তৈরি করা হয়েছে। ব্যবহারকারী নির্ধারিত সীমার প্রায় ৯০ শতাংশ ব্যবহার করে ফেললে মডেলটি স্বয়ংক্রিয়ভাবে মিনি সংস্করণ ব্যবহারের পরামর্শ দেবে, যাতে কাজের গতি ব্যাহত না হয়।

কোডেক্স মিনি মডেলে প্রায় চার গুণ বেশি ব্যবহারসীমা থাকবে, যদিও এটি তুলনামূলক ছোট হওয়ায় সক্ষমতায় সামান্য পার্থক্য থাকবে। নতুন আপডেটের ফলে চ্যাটজিপিটি প্লাস, বিজনেস ও এডু ব্যবহারকারীরা আগের তুলনায় ৫০ শতাংশ বেশি রেট লিমিট পাবেন। অন্যদিকে প্রো ও এন্টারপ্রাইজ গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিক দ্রুত প্রতিক্রিয়ার সুবিধা উপভোগ করবেন।

সব মিলিয়ে, জিপিটি-৫.১ চালুর পর কোডেক্স মডেলের পারফরম্যান্স ও কার্যক্ষমতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র কার্যক্রম শুরু

অন্যদিকে, এআই মডেল উন্নয়নের প্রতিযোগিতায় পিছিয়ে নেই অন্য প্রতিষ্ঠানগুলোও। গুগল তাদের জেমিনি-৩ প্রো মডেলের পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে, আর অ্যানথ্রোপিক কাজ করছে পরবর্তী প্রজন্মের ক্লড মডেল তৈরিতে।

সূত্র: ব্লিপিংকম্পিউটার

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়