গুগল তৈরি করছে শক্তিশালী এআই চিপ ‘আয়রনউড’
ছবি: সংগৃহীত
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ারের আধিপত্য ভাঙতে গুগল তাদের সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরি করেছে। সপ্তম প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপকে ‘আয়রনউড’ নামে ডাকা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন।
গুগল গত এপ্রিলে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে আয়রনউড চালু করে এবং এখন পূর্ণাঙ্গভাবে বাজারে আনার কাজ করছে। সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি এই টিপিইউ চিপ বড় মেশিন লার্নিং মডেল প্রশিক্ষণ, চ্যাটবট বা ডিজিটাল সহকারী পরিচালনার মতো বাস্তবসম্মত সেবার জন্য তৈরি করা হয়েছে।
গুগলের দাবি, একসঙ্গে ৯,২১৬টি টিপিইউ সংযুক্ত করে একটি বিশেষ ‘পড’ তৈরি করা সম্ভব। এই পড ব্যবহার করলে বৃহত্তম এআই মডেল চালানোর সময় ডেটা বটলনেক বা তথ্যপ্রবাহের জটিলতা দূর হয়। আগের প্রজন্মের টিপিইউ চিপের তুলনায় আয়রনউড চার গুণ বেশি কর্মক্ষম। উদাহরণস্বরূপ, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ক্লাউড তাদের ভাষা মডেল পরিচালনার জন্য প্রায় ১০ লাখ আয়রনউড চিপ ব্যবহার করবে।
বর্তমানে এআই বাজারে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটা মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এখনও বেশির ভাগ বড় ল্যাংগুয়েজ মডেল এনভিডিয়ার জিপিইউ-নির্ভর। তবে গুগলের নিজস্ব নকশার টিপিইউ চিপ দক্ষতা, গতি ও খরচ সাশ্রয়ের কারণে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। নতুন চিপের পাশাপাশি গুগল ক্লাউড প্ল্যাটফর্মেও নানা আপগ্রেড আনা হয়েছে।
ক্লাউড বাজারে গুগল অ্যামাজন ও মাইক্রোসফটের পেছনে থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গুগল ক্লাউডের আয় ছিল ১৫.১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি। গুগল জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে গত দুই বছরের চেয়ে বেশি বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি সই হয়েছে। এ চাহিদা মেটাতে ৯৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার রোড শোতে বাংলাদেশ উপস্থাপিত হবে সিলিকন রিভার হিসেবে
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, “আমরা আমাদের এআই অবকাঠামো পণ্যের ব্যাপক চাহিদা লক্ষ্য করছি, সেটা টিপিইউ-ভিত্তিক হোক বা জিপিইউ-ভিত্তিক। গত এক বছরে আমাদের প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকা শক্তি এটি। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ আরও বাড়ানো হবে।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজবাংলাদেশ.কম/এসবি








