News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ৮ নভেম্বর ২০২৫

ওপেনএআইয়ের ভিডিও অ্যাপ সোরা এবার অ্যান্ড্রয়েডেও

ওপেনএআইয়ের ভিডিও অ্যাপ সোরা এবার অ্যান্ড্রয়েডেও

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ সোরা এখন অ্যান্ড্রয়েডে ব্যবহারযোগ্য হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ভিডিও তৈরি, শেয়ার এবং অন্যের ভিডিও পুনরায় সম্পাদনা করতে পারবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) ওপেনএআই জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের গুগল প্লেস্টোর থেকে সোরা ডাউনলোড করা যাবে।

সোরা প্রথমে এই বছরের সেপ্টেম্বর মাসে আইওএস সংস্করণ চালু করে। প্রকাশের প্রথম পাঁচ দিনে এটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপে ক্যামিও নামে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের বা বন্ধুদের মুখমণ্ডল ব্যবহার করে এআই-নির্ভর ভিডিও তৈরি করতে পারেন। পোষা প্রাণী বা অন্যান্য বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যাবে।

ভিডিও দ্রুত সম্পাদনার জন্য সোরা অ্যাপে স্টিচিংএআই টুল সংযুক্ত করা হয়েছে। একাধিক ক্লিপ একত্র করে নতুন ভিডিও তৈরি করা যায়, যা ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন: টেলিযোগাযোগ খসড়ায় অশ্লীল বার্তা ও বিরক্তিকর ফোনে কঠোর সাজা

তবে অ্যাপটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। প্রয়াত কোনো তারকা বা প্রভাবশালী ব্যক্তির চেহারা ব্যবহার করে ভিডিও তৈরি করা ও মেধাস্বত্ব আইন লঙ্ঘনের আশঙ্কায় সোরা নিয়ে সমালোচনা করা হচ্ছে। সূত্র: দ্য ভার্জ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়