মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে ১৮৪ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (০৫ নভেম্বর) সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।
রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক। যাদের বয়সসীমা ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
অভিযান চলাকালে মোট ২১৯ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগ ছিল—কিছু বিদেশি শ্রমিক অনুমতি ছাড়া কাজ করছেন এবং বৈধ পরিচয়পত্র ছাড়াই অবস্থান করছেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেফতার
পরিচালক কেনিথ তান জানান, অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়।
আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কেনিথ তান আরও জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩-এর বিভিন্ন ধারায় মামলা করা হবে। অভিযোগের মধ্যে রয়েছে—বৈধ পাস ও ভ্রমণ নথি ছাড়া অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসায় থাকা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করা।
তিনি বলেন, এই অভিযান ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা কমানো।
এই অভিযানের মাধ্যমে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যা দেশটির শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








