ডেঙ্গু কেড়ে নিল আরও ১০ প্রাণ
ফাইল ছবি
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন রোগী।
বুধবার (০৫ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক বিভাজনও প্রকাশ করা হয়েছে। গত একদিনে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তরে ২৫১ জন, ঢাকা দক্ষিণে ১৫২ জন, খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৭০ জন, রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৩৪ জন, রংপুর বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪৩ জন এবং সিলেট বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
গত একদিনে সারা দেশে ৯৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭১,৪৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত সবমিলিয়ে ৭৫,৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।
এ রিপোর্ট থেকে স্পষ্ট, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব গত কয়েক বছর ধরে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্য জন্য আশঙ্কাজনক সংকেত হিসেবে ধরা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








