News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

জোনায়েদ সাকি জানান, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনা সফল হলে প্রার্থী তালিকায় সমন্বয় আনা হবে।

তিনি আরও বলেন, সংশোধিত আপিলেট প্রক্রিয়ায় প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক বলে অভিহিত করে, যেকোনো দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: তারেকের আমজনতার দলকে ‘অবশ্যই’ নিবন্ধন দিতে হবে: রাশেদ খাঁন

এ সময় জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান জোনায়েদ সাকি। পাশাপাশি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে দলটির নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নামও ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়