News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ৩ নভেম্বর ২০২৫

উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

 সোমবার (৩ অক্টোবর) ভোরে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল খোলম নামের এলাকার কাছে, ভূমি থেকে ২৮ কিলোমিটার গভীরে। খোলম শহরে প্রায় ৬৫ হাজার এবং মাজার-ই-শরিফে প্রায় পাঁচ লাখ ২৩ হাজার মানুষ বসবাস করেন।

ভূমিকম্পের পর আতঙ্কে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, রাতের অন্ধকারে আতঙ্কগ্রস্ত লোকজন ঘর থেকে দৌড়ে বাইরে চলে আসে।

এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের তীব্রতার কারণে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য সংস্থাটি ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যার অর্থ ব্যাপক মানবিক বিপর্যয় ঘটতে পারে।

এটি মাত্র দুই মাসের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয় বড় ভূমিকম্প। গত আগস্টে পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

আফগানিস্তানে এখনো কাঁচামাটির তৈরি ঘরবাড়ি প্রচলিত হওয়ায় প্রতিবারই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিন্দুকুশ পর্বতমালার কাছে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দেশটি অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।

আরও পড়ুন: পারমাণবিক স্থাপনা আবারও গড়ে তুলবে ইরান: মাসুদ পেজেশকিয়ান

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশটিতে গড়ে ৫৬০ জন ভূমিকম্পে প্রাণ হারান এবং প্রায় ৮ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫৫টি ভূমিকম্পে আফগানিস্তান কেঁপে উঠেছে, যেগুলোর মাত্রা ছিল ৫.০ বা তার বেশি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়