News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ৩ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৪০, ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১০ জন নিহত এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন। 

সোমবার (৩ নভেম্বর)  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) জানানো হয়।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই এর উপকেন্দ্র ছিল। রাজধানী কাবুলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা জানান, সকাল পর্যন্ত মোট ২৬০ জন আহত ও ১০ জন নিহত হয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, ভূমিকম্পে মাজার-ই-শরিফের পবিত্র মাজার (ব্লু মসজিদ)-এর একটি অংশ ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা এবং ভবনের ধ্বসে পড়া অংশের ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করছেন।

দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগে ঘটে যাওয়া আরও একটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়