News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ১ নভেম্বর ২০২৫
আপডেট: ১০:২৪, ১ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের ফি বৃদ্ধি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের ফি বৃদ্ধি স্থগিত

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় স্নাতক তৃতীয় বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন তাদের ফি সমন্বয় করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

এর আগে অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফরম পূরণ বয়কটের ডাক দিয়েছিলেন। ফি বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীদের অতিরিক্ত ১,১০০ থেকে ১,২০০ টাকা বেশি গুণতে হতো।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধান ও ফি সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়