উত্তরায় বেপরোয়া গাড়িচাপায় পথচারী নিহত; গণপিটুনিতে আহত চালক
 
									ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বেপরোয়া গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং গাড়িচালককে মারধর করে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামারপাড়া এলাকায় গাড়িচালক মো. আবির (১৭) পথচারী মান্নানকে ধাক্কা দিয়ে চলে যান। এ সময় তিনি আরও কয়েকজনকে আহত করেন। উত্তেজিত জনতা গাড়িটিকে ধাওয়া দিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকায় এবং ভাঙচুর করে। চালক আশ্রয় নিতে একটি বাড়িতে ঢোকেন, কিন্তু বিক্ষুব্ধ জনতা ওই বাড়িটি ভাঙচুর করে এবং তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
গুরুতর আহত মান্নানকে দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ক্রসফায়ার ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ডিআইজি এহসান নিখোঁজ
পুলিশের বরাতে জানা গেছে, নিহত মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সন্ধ্যায় থানায় আনা হয়।
তিনি বলেন, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। দুপুরে বাবা খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হন। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি আটক করে ভাঙচুর করে। চালক আশ্রয় নিতে একটি বাড়িতে ঢুকে পড়লে জনতা সেই বাড়িটিও ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহত ও আহতের সংখ্যা এবং ঘটনার ক্রমশ্রেণি নিয়ে পুলিশ প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে।
নিউজবাংলাদেশ.কম/পলি






































