গণঅধিকার পরিষদ-এনসিপি জোটের গুঞ্জন ‘মিথ্যা’: রাশেদ খান
 
									রাশেদ খান। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার আলোচনায় রাজনৈতিক অঙ্গন সরব। পুরোনো জোট ভেঙে নতুন জোটের রূপরেখা তৈরি হচ্ছে। এরই মধ্যে তরুণদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ-এর মধ্যে সম্ভাব্য জোটের গুঞ্জন ছড়িয়েছে।
তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, এ খবর “শতভাগ মিথ্যা”।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার খবর প্রকাশের পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক।”
রাশেদ খান আরও বলেন, “রাজনীতি কোনো পুতুল খেলা নয় যে, বিয়ে দিলাম আবার ভাঙলাম। রাজনীতিতে উদারতা ও আন্তরিকতা জরুরি।”
প্রসঙ্গত, এর আগে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি একীভূত হওয়ার আলোচনা করেছিল। তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে: ফখরুল
এবার এই দুই তরুণ নেতৃত্বাধীন দলের জোট বাস্তব রূপ নেয় কিনা, সেটিই এখন রাজনৈতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































