News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৫৯, ২৯ অক্টোবর ২০২৫

ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, তাতে জুলাই সনদ বাস্তবায়নের মূল সুপারিশগুলো নেই। বলা হয়েছে ৪৮ দফার ওপর গণভোট হবে, অথচ এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।”

তিনি প্রশ্ন রাখেন, “তাহলে এতদিন এত আলোচনা, এত পরিশ্রম কেন করা হলো? শুরু থেকেই বলা হয়েছিল, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোই বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই রাখা হয়েছে, জুলাই সনদের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।”

বিএনপির এই নেতা বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ঐক্যের বদলে জাতিতে বিভক্তি সৃষ্টি হবে। তাদের উদ্দেশ্য কী, তা পরিষ্কার নয়।”

আরপিও সংশোধন ও জোটের প্রতীক ইস্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জোটবদ্ধ দলগুলোর স্বাধীনতা ছিল নিজস্ব বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার। কিন্তু এখন একতরফাভাবে বলা হচ্ছে, নিজস্ব প্রতীকেই অংশ নিতে হবে। এটা অগণতান্ত্রিক পদক্ষেপ।”

আরও পড়ুন: গণঅধিকার পরিষদ-এনসিপি জোটের গুঞ্জন ‘মিথ্যা’: রাশেদ খান

তিনি আরও বলেন, “বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—আমরা সে আশাই করি। তবে ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে আমরা হতাশ।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়