News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:৫২, ২৯ অক্টোবর ২০২৫

ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল

ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল

ছবি: সংগৃহীত

আসন্ন এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে সফরটা একেবারেই সুখকর হয়নি- দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে সোলেমান বাটলারের শিষ্যরা। 

ব্যর্থতার এ মিশন শেষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেছেন মারিয়া মান্ডারা।

ব্যাংককের চালেম ফ্রা কিয়াত স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পরিবর্তে আরও দুটি গোল হজম করে রুপনা চাকমা ও সতীর্থরা। ফলে ৫-১ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ দল।

এর আগে প্রথম ম্যাচেও স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে দলটি।

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় হারের পর তানজিম সাকিবের আক্ষেপ

বিশ্লেষকদের মতে, টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা ও সমন্বয়ের ঘাটতির স্পষ্ট প্রমাণ দিচ্ছে। তবে কোচিং স্টাফের প্রত্যাশা—এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এএফসি মূল পর্বের আগে দল নিজেদের আরও দৃঢ়ভাবে গড়ে তুলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়