ভারত থেকে প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা
ফাইল ছবি
নারীদের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিশ্চিত হারের পথে থাকা অবস্থায় বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
রবিবার (২৬ অক্টোবর) ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত হওয়ায় নির্ধারিত ৫০ ওভারের খেলা মাঠে গড়ায়নি। আগে ব্যাট করে বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান করার পর শুরু হয় বৃষ্টি, যা আর থামেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই ম্যাচের ফলে বাংলাদেশ ৭ ম্যাচে ১ জয় ও ১ পরিত্যক্তসহ মোট ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরবর্তী ছয় ম্যাচে হারের মুখ দেখতে হয় নিগার সুলতানাদের।
তবে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ না হলেও আইসিসির নতুন প্রাইজমানি নীতিমালায় বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় চাইছে বাংলাদেশ নারী দল
আইসিসি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি এক ধাক্কায় ৪ গুণ বাড়িয়ে দিয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে যেখানে মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার, সেখানে ২০২৫ সালের আসরে তা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলারে। এমনকি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপেও প্রাইজমানি ছিল ১ কোটি ডলার। অর্থাৎ, এবারের নারী বিশ্বকাপে পুরুষদের চেয়েও বেশি অর্থ বরাদ্দ করেছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল পায় ২ লাখ ৫০ হাজার ডলার। সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পায় অতিরিক্ত ৩০ হাজার ডলার। গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য নির্ধারিত বোনাস ৩৪ হাজার ৩১৪ ডলার। এই তিনটি সূত্র মিলিয়ে বাংলাদেশ নারী দল পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা।
তুলনামূলকভাবে, ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপে দুই ম্যাচ জিতে সাকিব আল হাসান ও লিটন দাসদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পেয়েছিল ১ লাখ ৮০ হাজার ডলার, যা বর্তমান মূল্যমানে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। সেখানে এবার এক ম্যাচ জিতেই নিগার সুলতানারা পাচ্ছেন প্রায় ৭ কোটি টাকা।
বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হবে ২৯ অক্টোবর। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
আইসিসির এই প্রাইজমানি কাঠামো নারী ক্রিকেটে আর্থিক স্বীকৃতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাঠে প্রত্যাশা পূরণ না হলেও অর্থনৈতিকভাবে বড় প্রাপ্তি নিয়ে দেশে ফিরছে নিগার সুলতানা জ্যোতির দল।
নিউজবাংলাদেশ.কম/পলি








